
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী কড়াইলে পুড়ে যাওয়া বস্তিবসীর পাশে দাঁড়ালেন নিউ পার্সনা বিডি র নারী উদ্যোক্তা সাভার এর জান্নাতুল ইসলাম সুমি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ঝিনাইদাহ এর কৃতি সন্তান রিয়া পারভীন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পাঁচশত মানুষের খাবার ও সুপেয় পানি, শিশুদের বস্ত্র সহ নিত্তপ্রয়োজনীয় দ্রব্য দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এ নিউ পার্সনা বিডির নারী উদ্যোক্তা জান্নাতুল ইসলাম সুমি।
মানুষের কল্যাণে কাজ করে আত্ব মানবতা কেন্দ্রীক বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান থেকে চার চারবারের আ্যাওয়ার্ড পেয়েছেন এ নারী উদ্যোক্তা জান্নাতুল ইসলাম সুমি।কড়াইল বস্তিবাসীর সুখে দুঃখে পাশে থাকবেন ও তার নিজের সাধ্য অনুযায়ী সহায়তা প্রদান করবেন বলে মন্তব্য করবেন এ নারী উদ্যোক্তা ।
তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য, আমি মনে করি মানবকল্যাণে কাজ করতে বড় কোনো নেতা নেত্রী হওয়া লাগেনা,বড় কোনো পদের প্রয়োজন হয়না। মনুসত্ব বিবেক জাগ্রত থাকা লাগবে।আমি রাজনৈতিক কোনো নেত্রী নই,আমার কোটি কোটি টাকার কোনো ব্যবসা নেই,। তারপরেও আমি যখনি দেখি মানুষ কোনো বিপদ সীমায় পড়ে, তখনি আমি আমার সাধ্য অনুযায়ী সহায়তা প্রদান করি। আমি দেশ বিদেশে থাকা কারো কাছে কখনো হাত পেতে সহযোগিতা চাই নাই।আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো মানুষের কল্যানে কাজ করার। দেশের সকল বিত্তবানদের প্রতি অনুরোধ করবো পুড়ে যাওয়া সহায় সম্বলহারা বস্তিবাসীর জন্য আপনার সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আসুন মানুষের কল্যানে কাজ করি।
এই দেশ ও সমাজের হতদরিদ্র অসহায় মানুষদের সহযোগিতা করি। আমার জন্য দোয়া করবেন আমার ছোট্র প্রতিষ্ঠান নিউ পার্সনা বিডির জন্য দোয়া করবেন।আমি সকল মানুষের কাছে এতটুকু দোয়া চাই যে, দোয়া করবেন আমার মৃত্যু যেনো মানুষের কল্যানের মধ্যদিয়ে হয়।দোয়া রহিলো কড়াইল বস্তিবাসী সহ, দেশ ও দেশের বাহিরে থাকা সকল শ্রেনী পেশার মনুষের জন্য।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।