
স্টাফ রিপোর্টার, নরসিংদী : নরসিংদী প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে মাখন দাস সাধারণ সম্পাদক পদে আসাদুল হক পলাশ নির্বাচিত হয়েছেন।
সহ- সভাপতি -১ কাজী আনোয়ার কামাল, সহ- সভাপতি -২ হলধর দাস, সহ- সাধারণ সম্পাদক মো. সোহেল এস হোসেন, কোষাধ্যক্ষ মো.ফারুক মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আবুল বাশার বাছির, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, কার্য নির্বাহী সদস্য -১ আমজাদ হোসেন, কার্যনির্বাহী - ২ এ টি এম মোস্তফা বাবর, কার্যনির্বাহী -৩ মো. জাকির হোসেন ২০২৫ - ২০২৭ সালের জন্য নির্বাচিত হয়েছেন।
শনিবার বিকেলে নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনের দায়িত্ব পালন করেন এম, এ মোমেন মিয়া, নির্বাচন কমিশনার অ্যাড্. খন্দকার মেহেদী হাসান, প্রধান নির্বাচনের দায়িত্ব পালন করেন অ্যাড. কাজী নজরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।