
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সমাজের অগ্রগতি ত্বরান্বিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় বরিশালের গৌরনদী উপজেলা প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
সকালে বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
র্যালি শেষে উপজেলার ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও প্রেস ক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি শাহজাদী বেগম। প্রধান অতিথি বলেন, সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সমান দায়িত্ব। প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন, প্রশিক্ষণ, পরিচর্যা, জীবিকা উন্নয়নে পরিবারভিত্তিক সহায়তার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। অপরদিকে একই দিন করিতাস বরিশাল অঞ্চলের উদ্যোগে গৌরনদী কারিতাস মিলনায়তনে র্যা লি ও আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা এবং বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও প্রেস ক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। পারে।এছাড়া উপস্থিত ছিলেন প্যানেল আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া, , কারিতাস এসডিডিবি প্রকল্পের এনিমেটর সুনিলচন্দ্র মন্ডল, মাহিলারা ইউনিয়ন ফোরামের সভাপতি কালিয়াদমন গুহ, সম্পাদক মো. সাহেব আলী শেখ, মাহিলাড়া উন্নয়ন কমিটির সভাপতি মৃনালকান্তি ঘোষ, গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি ও সাংবাদিক সোলায়মান তুহিন, দৈনিক নয়াদিগন্তের গৌরনদী সংবাদদাতা মাকসুদ আলীসহ আরও অনেকে।
কারিতাস দীর্ঘদিন ধরে গৌরনদীসহ বরিশাল অঞ্চলে প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করে আসছে, যা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তারা বলেন, শুধুমাত্র সহানুভূতি নয়—সমান সুযোগ, সঠিক সহায়তা দিয়ে প্রতবন্ধীদের প্রকৃত শক্তিতে রূপান্তরিত করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ফোরামের সদস্য, কারিতাস কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।