
কুষ্টিয়া : কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং বাকী আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবকে স্মারকলিপি দিয়েছে ৪টি সাংবাদিক সংগঠন।
কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি), কুষ্টিয়া জেলা প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নেতৃবৃন্দ যৌথভাবে স্মারকলিপি প্রদান করেন।
রবিবার দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)'র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, জেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মজিবুল শেখ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ অন্য সাংবাদিকরা।
তাদের স্বাক্ষরিত স্বারকলিপিতে বলা হয় দ্রুত বাকি আসামি গ্রেফতার ও সাংবাদিক সুরক্ষায় উদ্যোগ নেয়া না হলে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি শুরু করা হবে।
এ সময় পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বলেন, অপরাধী যেইই হোক তাকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে দুজন আসামি গ্রেফতার হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
এর আগে শহরের ৫ রাস্তার মোড়ে সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মওলা, সাংবাদিক হাসান আলী, মিলন উল্লাহ, নাহিদ হাসান তিতাস, সাবিনা ইয়াসমিন শ্যামলী ও আনিস মন্ডল।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।