
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের হাতিমারা বালুর মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রোজ বুধবার বাদ আছর নামাজের পর এই মাহফিলের আয়োজন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোশাররফ হোসেন পুস্তি। এতে স্থানীয় নেতাকর্মী, মুসল্লি ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মোশাররফ হোসেন পুস্তি বলেন, “শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, জনগণের কাছে ফিরিয়ে আনুন এবং জনগণের খেদমতের সুযোগ দিন।”
তিনি আরও বলেন, “খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের নয়, তিনি সবার ও সারা বাংলাদেশের। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপোসহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন।”
মাহফিলে বিশেষ দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা ইয়াসিন মোল্লা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।