
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর তিনি হাসপাতালে পৌঁছান এবং প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন।
পরিদর্শনকালে সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান তিনি।
হাসপাতাল সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার তাঁকে অভ্যর্থনা জানান।
চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে সাম্প্রতিক মেডিকেল রিপোর্ট ও সব পরীক্ষা-নিরীক্ষার তথ্য শেয়ার করা হয়েছে।
এর আগে আজ সকালে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলি হাসপাতালে পৌঁছান। চলমান চিকিৎসা ব্যবস্থার গভীর মূল্যায়ন ও নতুন দিকনির্দেশনা দিতে যুক্তরাজ্য ও চীন থেকে দুটি টিমকে আমন্ত্রণ জানানো হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে চিকিৎসা ব্যবস্থায় ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করছেন তারা।
এদিকে, খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া মাহফিল অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।