
নরসিংদী : নরসিংদীর হাজিপুরে বাড়িতে ডেকে নিয়ে নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক স্বামী রওশন মিয়াকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। আজ দুপুর ৩টার দিকে সদর মডেল থানায় এক প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ এই তথ্য জানান।
প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, পারিবারিক বিরোধের জের ধরে গতকাল শনিবার রাত ৮টার দিকে নিহত রুনার সাবেক স্বামী রওশন মিয়া তাকে সদর উপজেলার হাজিপুর চকপাড়া এলাকায় তার বাড়িতে ডেকে নিয়ে আসে। সেখানে দুই জনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে রুনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পরে নরসিংদীল পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান স্যারের নির্দেশনায় হত্যায় অভিযুক্ত রওশন মিয়া নৌকাযোগে ব্রাক্ষনবাড়িয়া পালানোর সময় মেঘনা নদীর বেঙ্গল ঘাট এলাকা থেকে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। রওশন পুলিশের কাছে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।