প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৫:৫৭ পি.এম
বিজয় দিবসের প্রস্তুতি উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি এবং চলমান উন্নয়নমূলক কাজের কারণে আগামী ৬ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত স্মৃতিসৌধের সকল প্রবেশপথ দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
স্মৃতিসৌধ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, এ সময়ে স্মৃতিসৌধ এলাকার ভেতরে প্রবেশ ও ঘোরাঘুরি সাময়িকভাবে নিষিদ্ধ থাকবে। রাষ্ট্রীয় অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে আয়োজন এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
কর্তৃপক্ষ আরও জানায়, সাময়িক এই ব্যবস্থার কারণে দর্শনার্থীরা কিছুটা অসুবিধার মুখে পড়তে পারেন। তবে রাষ্ট্রীয় স্বার্থে সকলকে সহযোগিতা ও সহমর্মিতা প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে।
স্মৃতিসৌধের কাজ সম্পন্ন হলে আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।