
নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ার জামগড়া মীরবাড়ি এলাকায় শনিবার (০৭ ডিসেম্বর) নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিক নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকাবাসীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল ভরে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের মনোনীত বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা আজ দেশের মানুষের প্রধান প্রার্থনা।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ মইনুদ্দিন বিপ্লব। তিনি নির্মাণ শ্রমিকদের ভূমিকা ও সংগঠনের ঐক্যের প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম দুলাল মীর।
মিলাদ মাহফিলের সার্বিক পরিচালনা ও সভাপতিত্ব করেন আশুলিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।