
স্টাফ রিপোর্টার, নরসিংদী : নরসিংদীর শিলমান্দিতে এন আর স্পিনিং মিল নামে একটি সুতা তৈরীর কারখানায় ভয়াবহ আগুন । তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার রাত ১০ টার দিকে স্পিনিং মিলে তুলা রাখার গুদামে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে মিলের শ্রমিক ও এলাকাবাসী প্রাথমিক ভাবে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর জানালে নরসিংদী, মাধবদী, পলাশ, শিবপুর ও মনোহরদী সার্ভিসের আটটি ইউনিট আগুন নিভানোর কাজে অংশ গ্রহন করে।
প্রত্যক্ষর্শীরা জানান, আগুনের ধোঁয়া দূর থেকে দেখা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়া মূহুর্তেই মধ্যে কারখানা ও গুদাম আগুনে ছড়িয়ে পড়ে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ- পরিচালক শিমুল মোহাম্মদ রফি, আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট এক সাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর চেষ্টা করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শিল্পখানার তুলা,সুতা ও কাঁচামাল সংরক্ষণে আরও আধুনিকায়ন করা প্রয়োজন।
আগুন কি ভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। আগুনে কোন প্রাণহানি ঘটেনি। আগুনের কারনে ক্ষতির পরিমান নিশ্চিত ভাবে জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।