
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দেশীর তৈরি ১২০ লিটার চোলাইমদসহ মো. দেলোয়ার হোসেন (২৭) ও মো. কামাল হোসেন (৪৫) নামের দু’ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে দিকে উপজেলার সাপমারা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত থাকা এসআই মো. তানভীর আহতাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যোগ্যাছোলা এলাকা থেকে কয়েকজন মাদক কারবারি সিএনজি ও মোটরসাইকেল যোগে অবৈধ দেশীয় তৈরি চোলাই মদ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাপমারা এলাকায় রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করা হয়। যোগ্যাছোলা থেকে আসা একটি সিএনজি ও মোটরসাইকেল চেকপোস্ট স্থাপন দেখে সিএনজি ও মোটরসাইকেলে থাকা ছয় মাদক কারবারি পালিয়ে গেলেও মোটরসাইকেল চালক মো. দেলোয়ার হোসেন (২৭) ও মাদক কারবারি মো. কামাল হোসেন (৪৫) নামের দুজনকে আটক করে পুলিশ। পরে তল্লাশী চালিয়ে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।