
ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মজিবুর রহমানের মনোনয়নপ্রাপ্তি উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ ট্রাক স্ট্যান্ড এলাকার বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে একটি র্যালী বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় ট্রাক স্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মজিবুর রহমান বলেন, “গাজীপুর-১ আসনের মানুষের ভালোবাসায় আমি অনুপ্রাণিত। ন্যায়-নিষ্ঠা ও সৎ রাজনীতির মাধ্যমে এ এলাকার মানুষের আস্থা অর্জন করতে চাই। পাশাপাশি আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সকলের দোয়া চাই।”
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।