
কয়রা (খুলনা) : খুলনার কয়রা উপজেলায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা কয়রা সদর ইউনিয়নের বিভিন্ন জায়গায় নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাচনী বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা আজাদ বলেন, আগামী নির্বাচনে দূর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ বিনির্মানে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।
তিনি আরও বলেন, দেশে দুর্নীতি, অবিচার এবং অত্যাচার দূর করে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার অঙ্গিকার করেন তিনি। আমাদের রাজনীতি জণগণের সেবা করার জন্য রাজনীতি করি। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কুরআন ও সুন্নাহ দ্বারা পরিচালিত একটি রাষ্ট্র উপহার দিবেন বলে জণগণ কে আশ্বাস দেন তিনি।
গণসংযোগে উপস্থিত ছিলেন, খুলনা জেলা কর্মপরিষদ সদস্য কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান , নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ,উপজেলা কর্মপরিষদ সদস্য হাঃ জাহাঙ্গীর আলম, কয়রা সদর ইউনিয়ন আমীর মুহাঃ মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ডি এম জাহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।