
আশুলিয়ায় এক দোয়া মাহফিলে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়ার ঘোষণা দিয়ে তোপের মুখে পড়েছেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। তার সেই বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক।
আওয়ামী লীগকে ক্ষমা করার ঘোষণায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদে ফেটে পড়েন অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা। অনেকেই তার বহিষ্কারের দাবিও করেন।
গত শুক্রবার ধামসোনা ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে আওয়ামী লীগের সকল অপরাধ ক্ষমা করে দেয়ার ঘোষণা দেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। তার এমন বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এনিয়ে চরম বিতর্কের মুখে পড়েছেন এই বিএনপি নেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, গত বছরের ৫ আগস্ট এর পর থেকে বিএনপি নেতা আব্দুল গফুর মিয়া আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতাদের আশ্রয় দিয়ে আসছেন। নিজের শোডাউনে কর্মী সংখ্যা বাড়াতে আওয়ামী লীগের লোকজন নিয়ে নিয়মিত সভা সমাবেশ করছেন। তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
ক্ষোভ প্রকাশ করে আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি পিয়ার আলী বলেন, বিগত ১৭ বছর আমরা যারা বিএনপির নেতাকর্মী জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমরা কখনোই গণহত্যাকারী আওয়ামী লীগকে ক্ষমা করতে পারবো না। আব্দুল গফুর কিভাবে নেতাকর্মীদের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে ক্ষমার ঘোষণা দেন?
আশুলিয়া থানা যুবদলের সহ-সভাপতি ইদ্রিস আলী বলেন, আব্দুল গফুর মিয়ার দলীয় সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো অধিকার নেই। তারপরও তিনি ক্ষমা ঘোষণা দিয়েছেন যা অত্যন্ত নিন্দনীয়।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন, ক্ষমা করা কোনো অপরাধ নয়। আমি চিন্তা ভাবনা করে বুঝে শুনেই আওয়ামী লীগকে ক্ষমা করার ঘোষণা দিয়েছি। স্থানীয় নেতাকর্মীরা এই ক্ষমা ঘোষণায় ক্ষুব্ধ হয়েছেন কিনা প্রশ্ন করলে তিনি ফোনটি কেটে দেন।
উল্লেখ্য, গত বছরের জুলাই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বাইরে সবচেয়ে বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয় শিল্পাঞ্চল সাভার আশুলিয়া এলাকায়। ছাত্র জনতাকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। সেই আশুলিয়ায় এভাবে প্রকাশ্যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়ার ঘোষণা কোনভাবেই মেনে নিতে পারছেন না বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় ছাত্র জনতা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।