
নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়া এলাকার জামগড়ায় ৪তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোছাঃ সালমা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া শরিফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মজিবর ভুঁইয়ার মালিকানাধীন চারতলা ভবনের ছাদ থেকে ওই নারী নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সালমা বেগম শরিয়াতউল্লাহর বাড়ির ভাড়াটিয়া এবং মোঃ রঞ্জুর স্ত্রী বলে জানা গেছে।
বাড়ির মালিক জানান, নিহত নারী তাদের ভবনের ভাড়াটিয়া ছিলেন না। ধারণা করা হচ্ছে, আত্মহত্যার উদ্দেশ্যে তিনি ভবনের ছাদে উঠে লাফিয়ে পড়তে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
নিহতের স্বামী মোঃ রঞ্জুর ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। নিহতের বাড়ির ম্যানেজার রোমান জানান, নিহতের স্বামী গাইবান্ধা জেলার ফুলবাড়ি উপজেলার মাঠ চুনিয়া কান্দি গ্রামের বাসিন্দা এবং মাঝে মাঝে জামগড়ায় আসতেন।
এ ঘটনায় আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।