
কুড়িগ্রাম : কুড়িগ্রাম সরকারি কলেজ উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিবছর এ প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চিন্তাশক্তি, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব সহশিক্ষা কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন হলো কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ইউনিটি।
জানা যায়, কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু হয় ২০০০ ইং সালে। প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল কলেজ ক্যাম্পাসে সাংবাদিকতা চর্চার পরিবেশ সৃষ্টি করা, শিক্ষার্থীদের মধ্যে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মানসিকতা গড়ে তোলা এবং কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগের সেতুবন্ধন তৈরি করা। এক সময় এই সংগঠনটি ক্যাম্পাসের বিভিন্ন ইতিবাচক কার্যক্রম, সমস্যা ও শিক্ষার্থীদের ন্যায্য দাবি গণমাধ্যমে তুলে ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করে।
তবে অত্যন্ত দুঃখজনক হলেও বাস্তবতা হলো—বর্তমানে কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ইউনিটির কোনো দৃশ্যমান কার্যক্রম নেই। দীর্ঘদিন ধরে সংগঠনটির কোনো সাংগঠনিক তৎপরতা, নিয়মিত সভা, নতুন সদস্য অন্তর্ভুক্তি কিংবা সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে না। ফলে সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীরা দিকনির্দেশনা ও সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং ক্যাম্পাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয় যথাযথভাবে আলোচনায় আসছে না।
একটি সক্রিয় রিপোর্টার্স ইউনিটি ক্যাম্পাসের কণ্ঠস্বর হিসেবে কাজ করে। এটি ক্যাম্পাসের সমস্যা, সম্ভাবনা ও অর্জনসমূহ তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সহায়তা করে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি করে। পাশাপাশি এটি শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সাহস, দায়িত্ববোধ ও নেতৃত্বগুণ বিকাশে কার্যকর ভূমিকা রাখে। রিপোর্টার্স ইউনিটি নিষ্ক্রিয় থাকায় বর্তমানে ক্যাম্পাসে এই গুরুত্বপূর্ণ ভূমিকার ঘাটতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
বর্তমান ডিজিটাল যুগে সাংবাদিকতার গুরুত্ব বহুগুণে বেড়েছে। এই সময়ে কলেজ পর্যায়ে একটি শক্তিশালী ও সংগঠিত রিপোর্টার্স ইউনিটি থাকা অত্যন্ত জরুরি। এটি ভবিষ্যৎ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী তৈরির একটি প্রাথমিক পাঠশালা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এমন প্রেক্ষাপটে শিক্ষার্থী ও সচেতন মহল কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে জোরালোভাবে দাবি জানিয়েছেন—কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসের রিপোর্টার্স ইউনিটি অবিলম্বে পুনরায় চালু ও সচল করা হোক। দ্রুত একটি কার্যকর কমিটি গঠন, গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম শুরু, নিয়মিত সভা আয়োজন এবং সাংবাদিকতা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
কলেজের সুনাম ও ঐতিহ্য রক্ষা, শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং ক্যাম্পাসে একটি দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কলেজ প্রশাসনের নিকট দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশাসনের সদিচ্ছা ও আন্তরিক পদক্ষেপে কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ইউনিটি আবারও তার হারানো গৌরব ফিরে পাবে এবং একটি শক্তিশালী, নৈতিক ও ইতিবাচক সাংবাদিকতার ধারা প্রতিষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।