
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সকালে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ৬টা ৩৩ মিনিটে এবং প্রধান উপদেষ্টা ৬টা ৫৭ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে।
পুষ্পস্তবক অর্পণের পর দুই নেতাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীরদের প্রতি সম্মান জানান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন।
বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক কাজে স্মৃতিসৌধের মূল ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত এলাকা ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়। হাঁটার লাল ইটের পথ সাদা করা হয়েছে, আগাছা পরিষ্কার ও বর্ণিল ফুলের গাছ লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে।
গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, এলাকা কঠোর নিরাপত্তার আওতায় আনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
এদিকে, বিজয়ের ৫৫ বছর পূর্তিতে রাজধানী ঢাকা বর্ণিল আলোয় সেজেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই লাল-সবুজ আলোতে ঝলমল করছে শহর, যা নগরবাসীর মাঝে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।