প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৫:৫১ এ.এম
আশুলিয়ায় সন্ত্রাস বিরোধী আইনে যুবকের বিরুদ্ধে মামলা, আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০১২-এর একাধিক ধারায় এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় শেখ শিমন (২১) নামের এক যুবককে অভিযুক্ত করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
অভিযুক্ত শেখ শিমন আশুলিয়া থানাধীন পাবনারটেক ক্লাব এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল আলিম শেখ এবং মাতার নাম মোছা. টুলু বেগম।
থানা সূত্রে জানা যায়, আশুলিয়া থানার মামলা নং–৫৭, তারিখ ১৭ ডিসেম্বর ২০২৫। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন ২০১২-এর ৮, ৯, ১০ ও ১১ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাপ্ত অভিযোগ ও প্রাথমিক তথ্য যাচাই-বাছাই শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই মামলাটি গ্রহণ করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে আশুলিয়া থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।”
পুলিশ আরও জানায়, অভিযুক্ত শেখ শিমনকে বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে তাকে জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শেখ শিমন ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ জালাল মিয়া ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।