প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৬:১০ এ.এম
আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া বিলের দায়ে একাধিক বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক : আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও দীর্ঘদিনের বকেয়া বিল আদায়ের অংশ হিসেবে একাধিক বাসা ও ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বুধবার (১৭ই ডিসেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জোনাল বিপণন অফিস–আশুলিয়া (আবিবি–সাভার)-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাইপাইল মডেল টাউন রোড থেকে শুরু করে আশুলিয়া থানার বিভিন্ন এলাকার বাসা ও ভবনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে অপরিশোধিত বকেয়া বিল এবং অবৈধ গ্যাস সংযোগ থাকার কারণে সংশ্লিষ্ট গ্রাহকদের একাধিকবার পূর্ব নোটিশ দেওয়া হলেও তারা বিল পরিশোধে গড়িমসি করেন। এ অবস্থায় বাধ্য হয়ে কঠোর পদক্ষেপ হিসেবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন স্থানে অবৈধ সংযোগ, অতিরিক্ত চুলা ব্যবহার ও নিয়ম বহির্ভূত সংযোগের প্রমাণও পাওয়া যায় বলে দাবি করা হয়।
কর্তৃপক্ষ আরও জানায়, গ্যাসের অপচয় রোধ ও নিয়মশৃঙ্খলা নিশ্চিত করতে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী বকেয়া বিল পরিশোধ ও অবৈধ সংযোগ অপসারণ করলে পরবর্তীতে গ্যাস সংযোগ পুনরায় চালু করা হবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় আশুলিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় বাসিন্দারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাস গ্যাসের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান ও নজরদারি থাকলে গ্যাসের অপচয় কমবে এবং বৈধ গ্রাহকরা উপকৃত হবেন।
তবে অভিযানে কতটি বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, কতটি অবৈধ সংযোগ পাওয়া গেছে বা বকেয়া বিল ও অতিরিক্ত চুলার সুনির্দিষ্ট সংখ্যা কত—এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।