
জয়পুরহাট : জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে শাহারিমা আক্তার মৌ নামে ৫ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার চকভারুনিয়া এলাকায় ঘটনাটি ঘটে। মারা যাওয়া শাহারিমা আক্তার মৌ চকভারুনিয়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, শাহারিমা আক্তার মৌ বিকালে বাড়ির উঠোনে খেলা করছিল। সবার অগোচরে সে নিজ বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরিবার লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান পরিবার ও স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহারিমা আক্তার মৌকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।