
সংযুক্ত আরব আমিরাতের আল আইনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় আল আইন গ্রীন সিটির স্থানীয় একটি হোটেলের হলরুমে মীরসরাই সমিতি আল আইনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মীরসরাই সমিতি আল আইনের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি নুরুল আনোয়ার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক নাজমুল হাছান, সহ-সভাপতি হামদু চৌধুরী ও নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন আসিফ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরানুল হক ও নজরুল ইসলাম নয়ন, সহ শিল্প ও বাণিজ্য সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার, সহ সাধারণ সম্পাদক নুরুল আলম মিয়া ছানসহ মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে রাঙ্গুনিয়া, সন্দ্বীপ, ফেনী ও নোয়াখালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, বাঙালি জাতির আত্মমর্যাদা অক্ষুণ্ন রাখা এবং স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী জাতীয় নেতৃবৃন্দের সম্মান রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন।
তারা বলেন, লক্ষ শহীদের রক্ত ও মা-বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত ১৬ ডিসেম্বরের এই স্বাধীনতা রক্ষায় দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা আরও বলেন, প্রবাসীরা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাই প্রবাসী কল্যাণে পারিবারিক বন্ধনের মতো মনোভাব নিয়ে সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের অতীতের মানবিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করা হয়। এর মধ্যে করোনাকালে প্রবাসী ও দেশের মানুষের পাশে দাঁড়ানো, প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে সহযোগিতা, প্রবাসীদের বিভিন্ন সংকটে সহায়তা প্রদান এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের মতো কার্যক্রম বিশেষভাবে উল্লেখ করা হয়।
শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।