প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৩:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ১২:২০ এ.এম
আনোয়ারায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে চাতরী চৌমুহনীতে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে চাতরী চৌমুহনীতে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় সড়ক অবরোধ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং শত শত যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ে। ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ১ঘন্টা পরে অবস্থান কর্মসূচি অবরোধ প্রত্যাহার করেন।
অবরোধ ও অবস্থান কর্মসূচি চলাকালেন সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনীত এমপি প্রার্থী, এনসিপির কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক,দক্ষিণ জেলা এনসিপির সদস্য আকাশ নুর, এরফান মাহমুদ,আনোয়ারা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেন,দিদারুল আলম,এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুবশক্তির নেতা আব্দুল্লাহ আল নোমান, মনির, জসিম,চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় ছাত্রশক্তির নেতা এমদাদুল্লাহ আশিন ,চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকশক্তির নেতা সাজ্জাদ হোসাইন,তানভীর, ,ছাত্রশক্তির নেতা আরাফাত আনিস প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।