
ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিকে ধ্বংসের হাত থেকে রক্ষায় ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ)সহ খনি শ্রমিকরা।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ কার্যলয়ে সংবাদ সম্মেলন করে এ দাবী উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ এর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কাশেম শিকদারের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, সিবিএর সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম। এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি রায়হানুল ইসলাম, শ্রমিক নেতা রবিউল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের একমাত্র লাভজনক রাষ্ট্রায়ত্ত এই কয়লা খনিকে পরিকল্পিতভাবে লোকসানি দেখিয়ে বন্ধ করার চক্রান্ত চলছে। তারা অভিযোগ করেন, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র দীর্ঘদিন আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকায় খনির উৎপাদিত কয়লা ব্যবহার হচ্ছে না। ফলে কোল ইয়ার্ডে বিপুল পরিমাণ কয়লা ঝুঁকিপূর্ণভাবে মজুত রয়েছে। অন্যদিকে একমাত্র ক্রেতা পিডিবি সরকার নির্ধারিত ১৭৬ ডলারের পরিবর্তে প্রতি টন কয়লার মূল্য ৯১–১০৭ ডলার পরিশোধ করায় খনি চরম আর্থিক সংকটে পড়েছে। এতে খনির বকেয়া পাওনা দাঁড়িয়েছে প্রায় ১,২০০ কোটি টাকা।
বক্তারা বলেন, খোলা বাজারে যেখানে বড়পুকুরিয়ার কয়লার দাম ২০০ ডলারের বেশি, সেখানে অযৌক্তিক ভাবে দাম কমিয়ে খনিকে লোকসান দেখানোর চেষ্টা করা হচ্ছে। এর ফলে খনি বন্ধ হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০–২৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা ৬ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—লোকাল মার্কেটে কয়লা বিক্রির অনুমতি, পিডিবির কয়লার মূল্য পুনর্নির্ধারণ, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দিয়ে খনির বোর্ড পরিচালনা বন্ধ, অযৌক্তিক মূল্যহ্রাস বন্ধ এবং খনি বন্ধ না করার নিশ্চয়তা। দাবি মানা না হলে সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ও খনি শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দগণ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।