
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর কুয়েত প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন গৌরনদী পৌর যুবদলের নেতা মোঃ ইউনুস খান। প্রবাসে থেকেও দলের প্রতি তার ত্যাগ, নিষ্ঠা ও অবদান ছিল উল্লেখযোগ্য। দেশনায়ক তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর ঘোষিত কর্মসূচিকে সফল করতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবর্ধনার অংশ হিসেবে বরিশাল প্রবেশ পথ মাদারীপুর জেলার ভুরঘাটা এলাকায় প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেলের একটি বহর মোঃ ইউনুস খানকে বরণ করে নেয় এবং সেখান থেকে তাকে গৌরনদী উপজেলা বিএনপি কার্যালয়ে নিয়ে আসা হয়। পুরো আয়োজন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সেন্টু খান, গৌরনদী উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক গাজী দেলোয়ার, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার হোসেন পান্নুল, যুগ্ম আহ্বায়ক শহিদ সিকদার, মোঃ শিবলু, যুবনেতা মোঃ মনির, রহমান, মোঃ আল আমিন, সুজন মিয়া, আকাঈদ, আক্কাস, শাহাদাৎ, এইচ এম শাকিল, ছাত্রনেতা সোহাগ ও মোঃ রনি আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত নেতারা বলেন দীর্ঘদিন প্রবাসে অবস্থান করেও মোঃ ইউনুস খান দলের প্রতি যে ভালোবাসা, ত্যাগ ও দায়িত্ববোধ দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তার দেশে প্রত্যাবর্তন এবং আসন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ গৌরনদী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।
সংবর্ধনায় পেয়ে মোঃ ইউনুস খান সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘ প্রবাস জীবনের পর দলের ভালোবাসা ও সংবর্ধনা আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত কর্মসূচি সফল করতে আমি সর্বশক্তি দিয়ে কাজ করবো। একই সঙ্গে তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি শেষ হয় দলীয় স্লোগান, শুভেচ্ছা বিনিময় ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।