
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে রয়েছেন।
স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে বিমানবন্দরে প্রবেশ করে চেক-ইন করেন তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর নিজ দেশে ফিরছেন তিনি।
এর আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন তিনি। স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ বহনকারী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ছাড়বে।
তারেক রহমান বিমানবন্দরে আসার আগে সফরসঙ্গীরাদের চেক-ইন করতে দেখা গেছে। এ ফ্লাইটে তারেক রহমানের পক্ষে ৬টি টিকিট কাটা হলেও অর্ধশতাধিক নেতাকর্মী নিজেদের উদ্যোগে টিকিট টিকিট কেটে ফিরছেন।
তারেক রহমানের সফরসঙ্গী হলেন যারা
এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজন আছেন। টিকিটের মোট মূল্য ৯ হাজার ৮৫৬ ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় ১৬ লাখ টাকা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।