
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
দুর্ঘটনা এড়াতে বুধবার রাত সাড়ে ১০টা থেকে ফেরি বন্ধ রাখার কথা বলেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিটিসির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, রাত ১০টা থেকে কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
কুয়াশা কমে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হওয়ার কথা বলেন তিনি।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, “সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১০টার সময় নদী পথ অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।”
ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে। ‘মতিউর রহমান’ ও ‘ঢাকা’ নামের দুটি ফেরি মাঝনদীতে আটকে থাকার খবর পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।