
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রা সদরে অবস্থিত অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় মাদ্রাসা কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও মেধা পুরস্কার তুলে দেওয়া হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আঃ গনির সভাপতিত্বে ও শিক্ষক মেসবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আগামী প্রজন্মকে গড়ে তুলতে দারুল হিকমা মডেল মাদ্রাসা প্রশংসনীয় ভূমিকা রাখছে। উন্নত জাতি গঠনে শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যায় নয়, বরং আদর্শ মানুষ হিসেবে তৈরি হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান,নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারি সেক্রেটারী মাওলানা সুজাউদ্দীন।
স্বাগত বক্তব্যে মাদ্রাসার সুপার মাওলানা ওবাইদুল্যাহ প্রতিষ্ঠানের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রভাষক মোঃ রেজাউল করিম, মোঃ ইমদাদুল হক, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম এবং ইউপি সদস্য মাসুম বিল্যাহ ও আবু হাসান।
এবারের বার্ষিক পরীক্ষায় প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ২৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের পাশাপাশি নিয়মিত উপস্থিত ও শৃঙ্খলা বজায় রাখা শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। অভিভাবকদের উপস্থিতিতে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ এক আনন্দঘন উৎসবে পরিণত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখে বায়োজিদ হোসেন ও লামিয়া আক্তার। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।