
শেখ মোঃ ইব্রাহীম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের ২’শত গজের মধ্যে তৈরী হয়েছে দু’টি ময়লার ভাগাড়। ফলে জনজীবনে নেমে এসেছে নাভিশ্বাস। পাশাপাশি এই এলাকার মানুষ রয়েছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে। নিজসরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ প্রবেশ পথে। অপরটি সরাইল সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ১০ গজের মধ্যে। বিকল্প কোন রাস্তা না থাকায় এরপাশ দিয়ে হালুয়া পাড়া, মোগলটুলা,নতুন হাবলি, চানমুনিপাড়া, টিঘর, সাগরদীঘি,সৈয়দটুলা গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করেন।

প্রতিটি ভাগাড়েই কুকুর, বিড়াল, পশুপাখি খাবারের খুঁজে বিষাক্ত করে তুলছে পরিবেশ। ছড়িয়ে যাচ্ছে দুর্গন্ধ,মশা-মাছির অভয়ারণ্য। নিজসরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশে সংলগ্ন দক্ষিণ দিকের ভাগাড়টির অসহনীয় দুর্গন্ধে বিদ্যালয়টির শত শত শিক্ষার্থী নাক চেপে যেতে হচ্ছে প্রতিষ্ঠানে। কোন কোন সময় ভাগাড়ে খাদ্যের সন্ধানে থাকা কুকুর, বিড়াল আর পাখিদের ভয়ে শিক্ষার্থীরা থাকে আতংকে।
এ বিষয়ে ভাগাড় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী ওয়াস্তি জানান, ময়লা-আর্বজনার দুর্গন্ধে আমাদের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা নাক চেপে ক্লাস পরিচালনা করতে হয়। ময়লার গন্ধে ক্লাস করা দুষ্কর হয়ে পড়ে। শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। এছাড়া এলাকার শিশু-কিশোরদের মাঝে দেখা দিয়েছে চর্মরোগ। আক্রান্ত হচ্ছে খোঁস-পাঁচড়া ও পেঁটের নানাহ পীড়ায়।
সরাইল বাজার কমিটির সাধারণ সম্পাদক বাবুল মিয়া বলেন, এক সময় এটা নৌকা ঘাঁট ছিল। আশুগঞ্জ, ভৈরব,পানিশ্বর, অরুয়াইল, পাকশিমুল, নাসিরনগর এলাকা হতে এই ঘাঁটে আসতো নানান মালামাল। কালের পরিক্রমায় আজ খালটি ভরাট করে জায়গা দখলসহ জায়গাটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লা-আর্বজনা ফেলার নির্ধারিত কোন স্থান না থাকায় দীর্ঘদিন ধরে আশেপাশের বিভিন্ন জায়গা ও বাজারের ময়লা ফেলে এই ভাগাড়ে। এছাড়া মৃত গরু, ছাগলসহ অন্যান্য প্রাণিদের দেহাবশেষও ফেলা হয় এই স্থানে।
এ বিষয়ে সরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল জাব্বার বলেন, ময়লা-আর্বজনার অসহনীয় দুর্গন্ধের কারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে নালা নির্মাণ করে এবং ময়লা-আর্বজনা সরিয়ে দুর্গন্ধ রোধ করা হয়েছিল। পুনরায় ভাগাড়ে রূপ নিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সরকার বলেন, আমি অবগত আছি। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।