প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৯:৫০ পি.এম
নেত্রকোনায় দশম শ্রেণীর স্কুল ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় শাওন (১৬) নামের এক দশম শ্রেণীর স্কুল ছাত্রর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত স্কুল ছাত্র শাওন উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী ভূঁইয়া হাটি গ্রামের দুলন মিয়ার ছেলে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী যতীন্দ্রগন বাজারের সামনের রৌহা হাওড়ে হিজল গাছের নিচে শাওনের রক্তাক্ত মৃত দেহ ধানের কৃষি জমিতে ফেলে রাখে কেবা কারা।
সকলে এলাকাবাসী হাওরে কৃষি জমিতে কাজ করতে গেলে মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে শাওনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছাত্র শাওন মদন সরকারি টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র । শাওন জাহাঙ্গীরপুর নানার বাড়ি থেকে পড়া লেখা করত।গতকাল ঢাকা থেকে বাড়িতে আসে শাওন। বিকালে কদমশ্রী বিকাল বাজারে তার দাদার দোকানে দাদার সাথে সাক্ষাত করে কথাবার্তা বলে দাদাকে বলে বাড়িতে চলে যাচ্ছি। সকালে পাওয়া গেল তার রক্তাক্ত মৃতদেহ।
মদন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসনাত জামান বলেন, স্কুল ছাত্র শাওনের রক্তাক্ত মরদেহ হাওরে পাওয়া গেছে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লাশ ময়নাতদন্তের প্রক্রিয়াধীন রয়েছে। হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তদন্ত সাবেককে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।