
হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি :
একুশের প্রথম প্রহরে নেত্রকোনার মদন উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, এবং উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল মোঃ রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, ভূমি সহকারী কমিশনার এটিএম আরিফ, জাতির শ্রেষ্ঠ সন্তান উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আঙ্গুর রহমান ভূঁইয়া সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক কবি হান্নান শাহ, সহ-সভাপতি এ এম শফিকুল ইসলাম, সাংবাদিক পাইলট মিয়াসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি--। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
জাতির শ্রেষ্ঠ সন্তান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিনম্র শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন পেশাজীবী এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের বেদীতে গিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন।
১৯৫২ সালের এই দিনে শহীদদের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা আমরা তোমাদের ভুলবো না।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।