
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি মানিকছড়িতে শীতার্ত মাঝে উষ্ণতা ছড়ালেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন।

উপজেলা তিনটহরী মাদ্রাসা, মানিকছড়ি বাজার মাদ্রাসা, তিনটহরী হিন্দু পাড়া, বাটনাতলী হরিচন্দ্র পাড়া, মাষ্টার পাড়া, পান্নাবিল, এয়াতলং পাড়াসহ এতিম শিশুসহ শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ডিসেম্বর) বিকেলে মং-রাজবাড়ী প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মং-রাজা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় শতাধিক শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু সাইন।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী, কর্ণৈল বাগানে ব্যবস্থাপক বাদল কান্তি সেন, রাজবাড়ী মুক্ত রোভারের টিমসহ গন্যমান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্য বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রতি বছর ন্যায়, এই বছরও পাহাড়ের সকল সম্প্রদায়ে শীতার্ত শীতে কষ্টে চিন্তা করে শীতবস্ত্র বিতরণ করছেন। আগামীতে এধারা অব্যাহত রাখবে বলে ব্যক্ত করেন।