
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সাভার ও আশুলিয়া থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় ছুটে গেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢাকামুখী হতে দেখা যায়। বাস, মাইক্রোবাস, ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে তারা জানাজাস্থলের উদ্দেশে রওনা হন।
সরেজমিনে দেখা গেছে, নেতাকর্মীদের মধ্যে ছিল গভীর শোক ও আবেগঘন পরিবেশ। অনেককে চোখের জল ফেলতে দেখা যায়। নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শেষ বিদায়ে তাঁকে এক নজর দেখতেই তারা ঢাকায় ছুটে গেছেন।
এ সময় সাভার ও আশুলিয়ার বিভিন্ন সড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। জানাজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাভার ও আশুলিয়াজুড়ে দলীয় কার্যালয় ও বাসাবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। অনেক স্থানে কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে।