
হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদন উপজেলার টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান মাইশা আক্তার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রচনা প্রতিযোগিতা দ্বিতীয় স্থান অধিকার করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় স্থান অধিকার করে পুরস্কার লাভ করেন।
মাইশা আক্তার বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আঙ্গুর রহমান ভূঁইয়ার প্রথম কন্যা সন্তান।
সেএকজন মেধাবী ছাত্রী। ইতিপূর্বে জেলা পর্যায়ে একক অভিনয় প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করে। ময়মনসিংহ বিভাগীয় একক অভিনয়ে প্রতিযোগিতা দ্বিতীয় স্থান অধিকার করেছিল।
মাইশা আক্তার ভবিষ্যতে যেন সে দেশের সেবা করতে পারে তার ভবিষ্যৎ পরিকল্পনা। এবং তার আশা একজন প্রশাসনিক কর্মকর্তা হতে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আঙ্গুর রহমান ভূঁইয়া তিনি জানান, আমার প্রথম মেয়ে অনেক কষ্টে তাকে পড়ালেখা করিয়ে যাচ্ছি তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান যাতে করে ভবিষ্যতে সে একজন বড় কর্মকর্তা হতে পারে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।