
চট্টগ্রাম প্রতিনিধি : আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম ছরোয়ার হোছাইনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী। তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনে কে এম ছরোয়ার হোছাইন সততা, নিষ্ঠা ও আদর্শের সঙ্গে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান বিদ্যালয় ও শিক্ষাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আকতার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা ইউআরসি ইন্সট্রাক্টর শেখ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মামুনুর রশিদ, আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আজগর, আনোয়ারা উপজেলা শিক্ষক ও অভিভাবক সমিতির সভাপতি এনামুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য অসীম কুমার বড়ুয়া এবং শিক্ষা অনুরাগী জেবুন্নেছা চৌধুরী, সাংবাদিক রুপন দত্ত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নীলিমা আক্তার।
বিদায়ী বক্তব্যে কে এম ছরোয়ার হোছাইন তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আবেগঘন পরিবেশে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।