
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মনোনীত হয়েছেন।
দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাসম্পন্ন অ্যাডভোকেট সজল এক সময়ের আলোচিত ছাত্রনেতা হিসেবে পরিচিত। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার কারণে বিএনপির অঙ্গনে তিনি একজন সুপরিচিত ও আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।
অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলের বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। তাদের মতে, অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্বের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।