
শিল্পাঞ্চল আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত ১৪ জন মাদকসেবীকে আটক করে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন।
শুক্রবার (২ জানুয়ারি) আশুলিয়ার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুলিয়া অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চল আশুলিয়াকে মাদকমুক্ত রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।