
নলডাঙ্গা (নাটোর) : নাটোরের নলডাঙ্গায় পেট্রোল বোমা, ককটেল ও সাবেক এক সংসদ সদস্যের ছবি সম্বলিত ব্যানার উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার মহিষমারী ব্রিজ সংলগ্ন নাটোর–নওগাঁ আঞ্চলিক মহাসড়ক থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে সাবেক সাংসদ শিমুলের ছবি সংবলিত একটি ব্যানার, ৫টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা।
ঘটনাস্থলটি একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় বিষয়টি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এসব বিস্ফোরক দ্রব্য ও ব্যানার সেখানে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত আলামতগুলো নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।