
সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার আব্দুর রহমানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাড়ির চারটি কক্ষের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, গ্যাস সিলিন্ডারের ত্রুটিজনিত লিকেজ থেকেই এ বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়েছে। তারা গ্যাস সিলিন্ডার ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।