
মোঃ আল-আমীন ভূইয়া, ক্রাইম রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আশুলিয়ায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের রাজনীতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা ভুইঁয়া; মোঃ আহসান উল্লাহ ভুইঁয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ইয়ারপুর ইউনিয়ন বিএনপি-সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া শেষে মরহুমার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।