
বরিশাল প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্র ঘোষিত তিন দিনের শোক পালন না করার গুরুতর অভিযোগ উঠেছে বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনাইটেড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও কলেজটিতে কালো পতাকা উত্তোলন, শোক ব্যানার স্থাপন কিংবা কোনো ধরনের শোক কর্মসূচি পালন করা হয়নি। এ ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, কলেজের বর্তমান সভাপতি জাহিদ হোসেন পনির এবং সাবেক সভাপতি ও সাবেক সচিব ইমদাদুল হক মজনুর নির্দেশেই রাষ্ট্রীয় শোক পালন করা হয়নি। অভিযোগকারীরা আরও জানান, সাবেক সভাপতি ইমদাদুল হক মজনু অতীত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ও আস্থাভাজন আমলা ছিলেন। পাশাপাশি বর্তমান সভাপতি জাহিদ হোসেন পনির স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী আবু হাসনাত জাপানের আত্মীয়।
রাজনৈতিক বিদ্বেষ থেকেই রাষ্ট্রীয় শোক পালনে বাধা দেওয়া হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
এ বিষয়ে কলেজের শিক্ষার্থীরা বলেন, “সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন না করায় আমরা গভীরভাবে মর্মাহত ও লজ্জিত। একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনায় রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
শিক্ষার্থী ও এলাকাবাসী দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কলেজ কর্তৃপক্ষের এমন উদাসীনতার প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে আগামীকাল রোববার (৪ জানুয়ারি ২০২৬) সকালে কলেজের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে নাজিরপুর ইউনিয়নের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল।
এদিকে স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।