প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ১২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৬, ৫:১০ পি.এম
মদনে শাশুড়িকে ধারালো অস্ত্রের আঘাত টাকা নিয়ে উধাও, পুত্রবধুর বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় শাশুড়ি মা, কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ১ লক্ষ ৫০ পঞ্চাশ হাজার টাকা নিয়ে উধাও পুত্রবধূ জামরুন্নহার ( ৩৫)।
এ ঘটনায় ঘটনায় পুত্রবধূ জামরুন্নাহারকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে মেয়ের জামাই স্বপন মিয়া ( ৪০) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এঘটনাটি ঘটেছে উপজেলা নায়েকপুর ইউনিয়নের বাঁশরী উত্তরপাড়া গ্রামে।
পুত্রবধূ জামরুন্নাহার (৩৫) বাঁশরী উত্তরপাড়া গ্রামের মৃত কুঞ্জন খানের ছেলে এলিদ খাঁনের এর স্ত্রী। কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংগের গাও গ্রামের মৃত সোহাদ মিয়ার কন্যা।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি আনুমানিক রাত ৩ টার দিকে ঘরের শোকেসের ড্রয়ারের তালা ভেঙে ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে পুত্রবধূ জামরুন্নাহার ও তার ছোট ভাই মিজান (৩০) পালিয়ে যাওয়ার সময় শাশুড়ি মিনা আক্তার ( ৬০) বাধা দিলে তাকে এলো পাতারি কিল ঘষে দিয়ে মাটিতে ফেলে দেয় পুত্রবধূ ও তার ছোট ভাই মিজান মিয়া।
শাশুড়ি মা,কে মাটিতে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পুত্রবধূ জামরুন্নাহার ও তার ছোট ভাই মিজান।
এ সুযোগে পুত্রবধূ জামরুন্নাহার ও তার ছোট ভাই মিজান পালিয়ে যায়।
মাথায় গুরুতর রক্তাক্ত জখমে অচেতন হয়ে পড়ে থাকে বৃদ্ধ শাশুড়ি মিনা আক্তার। পরে স্বজনেরা উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার অবস্থা গুরুতর আশঙ্কাজনক হওয়ায় আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পুত্রবধূর দাঁড়ালো অস্ত্রের আঘাতে মাথার খুলি ভেঙ্গে যাওয়ায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বৃদ্ধা শাশুড়ি মিনা আক্তার।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হাসনাত জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।