
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি, ২০২৬) বিকেলে আগৈলঝাড়া বিএসপি একাডেমি মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান। সভাপতিত্ব করেন সাবেক দুইবারের সংসদ সদস্য এবং গৌরনদী-আগৈলঝাড়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। জাতির জন্য তাঁর এই অসামান্য ত্যাগ ও রাজনৈতিক অবদান মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এ সময় বক্তারা মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশের চলমান সংকট থেকে উত্তরণ, গণতন্ত্র সুসংহতকরণ এবং জনগণের শান্তি ও কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ ধারণ করে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।