
নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়া ও আশপাশের এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদক, হত্যা, দাঙ্গা ও প্রতিরোধমূলক আইনে মোট ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আশুলিয়া থানা সূত্রে জানা যায়, গত রোববার (৪ জানুয়ারি) বিভিন্ন সময়ে দায়ের করা একাধিক মামলার ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামিকে সোমবার (৫ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, দণ্ডবিধির হত্যা ও সংঘর্ষ সংক্রান্ত ধারা এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ফজলে আজওয়াদ (২১)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় মামলা রয়েছে। এছাড়া আশুলিয়া থানার একটি পূর্বের মামলার আসামি মোঃ দেলোয়ার হোসেন (৪০)-কেও গ্রেফতার করা হয়েছে।
হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে মোঃ দ্বীন ইসলাম (৪৫) ও মোঃ মিলন মোল্লা (৩৮)-কে। পৃথক মাদক মামলায় গ্রেফতার হয়েছেন মোঃ সুমন আলী (২৫) ও মোঃ সবুজ মোল্লা (৩০)।
এছাড়া দাঙ্গা ও হত্যাচেষ্টা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে মোঃ পারভেজ (৩২) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মোঃ রিপন (২৮)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।