
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ রাজনীতির ময়দানে পদ-পদবি পেতে যেখানে চলে তুমুল প্রতিযোগিতা, সেখানে উল্টো চিত্র দেখা গেল খুলনার কয়রায়। নিজের অজান্তেই কমিটিতে নাম অন্তর্ভুক্ত হওয়ার দাবি তুলে সগৌরবে পদত্যাগের ঘোষণা দিলেন উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ মইদুল ইসলাম সরদার।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্ত জানান। লিখিত বক্তব্যে মইদুল ইসলাম সরদার বিস্ময় প্রকাশ করে বলেন যে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না। অথচ উপজেলা শ্রমিক লীগের নবগঠিত কমিটিতে তাঁকে সহ-সভাপতি পদে রাখা হয়েছে— যা তাঁর নিজের কাছেও ছিল অজানা।
তিনি দাবি করেন, কে বা কারা তাঁর নাম এই কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন তা তাঁর জানা নেই এবং তিনি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা চান না।
বর্তমানে শারীরিক অসুস্থতা এবং পারিবারিক ব্যস্ততার কারণে রাজনীতিতে সময় দেওয়া তাঁর পক্ষে অসম্ভব।”আমি কখনোই রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমার অনুমতি ছাড়াই কমিটিতে নাম আসায় আমি বিভ্রান্ত। তাই স্বেচ্ছায় এবং সজ্ঞানে আমি এই পদ থেকে অব্যাহতি নিচ্ছি।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি স্পষ্ট করে দেন যে, এখন থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে তাঁর নাম যেন জড়িয়ে না ফেলা হয়। কয়রা রাজনীতির এই ভিন্নধর্মী ঘটনাটি এখন স্থানীয়দের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে।