
ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসার ছাদ থেকে পড়ে আলিফ ইসলাম নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার সফিপুর এলাকার সাফিয়াতুল উম্মা ক্যাডেট মডেল মাদরাসায় এ ঘটনাটি ঘটে। নিহত মাদরাসা ছাত্র আলিফ ইসলাম (১১) কালিয়াকৈর উপজেলার কৌচাকুড়ি এলাকার শহীদ সাধান মিয়ার ছেলে।
স্থানীয় ও মারাসা সূত্রে জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর আলিফ ইসলাম ওই মাদরাসায় ভর্তি হয়।
তার মা আমেনা বেগম ওমান প্রবাসী। ভর্তির পর থেকে শিক্ষকদের নির্যাতন সইতে না পেরে সে মাদরাসা থেকে কয়েকবার পালানোর চেষ্টা করে। গতকাল মঙ্গলবার আলিফ তার মা আমেনার সঙ্গে মোবাইলে কথা বলে।
বুধবার সকালে আলিফ মাদরাসার ছাদে গিয়ে পাইপ বেয়ে নিচে নামার চেষ্টাকালে হঠাৎ নিচে পড়ে যায়।পরে আশপাশের লোকজন দেখতে পেয়ে এগিয়ে যায় এবং মাদরাসা কর্তৃপক্ষকে জানায়। পরে মাদরাসা কর্তৃপক্ষ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সফিপুর তানহা হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে বেগম ফজিলাতুননেছা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।