
চট্টগ্রাম প্রতিনিধি : আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের সিইউএফএল সড়কে উত্তর পাশে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। বাজারের ব্যবসায়ীরা ইচ্ছেমতো ফুটপাত দখল করে রাখায় স্বাভাবিক হাঁটাচলা ব্যাহত হচ্ছে, তৈরি হচ্ছে মারাত্মক জনদুর্ভোগ।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দিকে সরেজমিনে ঘুরে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে দোকানের পণ্য, বাক্স ও অন্যান্য সামগ্রী ফুটপাতের ওপর রেখে পুরো পথ দখল করে রাখা হয়েছে। একাধিকবার সতর্ক করার পরও ব্যবসায়ীরা কোনো নির্দেশনা মানছেন না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় গার্মেন্টস শ্রমিক শারমিন আক্তার বলেন, ফুটপাত দিয়ে হাঁটার সময় প্রতিদিনই মানুষের সঙ্গে মানুষের ধাক্কা লাগে। এর মূল কারণ ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল ফুটপাতে রেখে দেয়। একজন ডান দিক থেকে আসলে আরেকজন বাম দিক থেকে এলে যাওয়ার আর কোনো সুযোগ থাকে না। আমরা বিশেষ করে নারী পথচারীরা অনেক কষ্টে চলাচল করি। এই পরিস্থিতি বহু বছর ধরে চলে আসছে।
এ বিষয়ে চাতরী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল মনসুর বলেন, আমি একাধিকবার ব্যবসায়ীদের ফুটপাত ফাঁকা রাখতে বলেছি, যেন পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। কিন্তু তারা কোনো কথা শুনছে না। বিষয়টি আমি আবারও উপজেলা প্রশাসনকে জানাবো।
এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিয়ে ফুটপাত দখলমুক্ত করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।