
নিজস্ব প্রতিবেদক : ঢাকার আশুলিয়া থানার পশ্চিম বাইপাইল এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির চারটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পশ্চিম বাইপাইল এলাকার নিলুফা মার্কেট সংলগ্ন ওই বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক নিলুফা। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন লাগার সময় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও অন্যান্য জিনিসপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে অগ্নিকাণ্ডে বসতবাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।