
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছে।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরেও শ্রদ্ধা জানানো হয়।
জিয়ার কবর জিয়ারত ও দোয়ায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালি উল্লাহ সেল, যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন, রাকিবুজ্জামান রাকিব, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, আলমগীর হোসেন মুন্সি, রাশেদ মিয়া, শাহজাহান শিপু, যুগ্ম আহ্বায়ক হালিম মন্ডল, যুগ্ম আহ্বায়ক লিংকন আহমেদ লোটাসসহ জেলা ও থানা-পৌর নেতৃবৃন্দ।
জানা যায়, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল দেশের নেত্রী ও শহীদ রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের জন্য এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পালন করে আসছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।