প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ১২:৩০ এ.এম
ধামরাইয়ে নওগাঁও মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নওগাঁও মানবিক ফাউন্ডেশন’। তীব্র শীত ও কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সংগঠনটির পক্ষ থেকে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রবাসী সাইফুল বিন আব্দুল মজিদের সার্বিক সহায়তায় ধামরাই উপজেলার নওগাঁও এলাকায় আশরাফ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে এলাকার প্রায় দুই শতাধিক বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী মানুষের হাতে নতুন কম্বল ও শীতের পোশাক তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষগুলো।
বিতরণকালে নওগাঁও মানবিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা প্রতি বছরের মতো এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি একজন মানুষেরও শীতের কষ্ট লাঘব করতে পারে, তবেই আমাদের সার্থকতা। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, নওগাঁও মানবিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই ধামরাইয়ের বিভিন্ন এলাকায় শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা দিয়ে স্থানীয় পর্যায়ে প্রশংসা কুড়িয়েছে। আগামী দিনগুলোতেও তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁও মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা আশরাফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান, সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ মঞ্জুরুল বিন আব্দুল মজিদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।