
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুল মতিনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।গত
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কুমিল্লা-২ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি সদস্য ও সিভিল জজ মোঃ শাহ জালাল এর স্বাক্ষরিত নোটিশটি প্রদান করা হয়৷
নোটিশে উল্লেখ করা হয়, গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোঃ আবদুল মতিন নিজ পক্ষে ভোট চেয়ে নির্বাচনি প্রচারণা চালান।
এ বিষয়ে অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া কর্তৃক দাখিলকৃত অভিযোগপত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে কমিটি জানায়।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, অভিযোগ প্রমাণিত হলে এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধির স্পষ্ট লঙ্ঘন। অভিযোগ সংক্রান্ত ভিডিও ক্লিপ ইতোমধ্যে কমিটির হেফাজতে সংরক্ষিত রয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এমতাবস্থায়, কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না—সে বিষয়ে আগামী ১২ জানুয়ারি ২০২৬, সোমবার সকাল ১১টায় কুমিল্লার দেবিদ্বার সিভিল জজ আদালতে অবস্থিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নোটিশটি দ্রুত জারি করে জারির প্রতিবেদন দাখিলের জন্য তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।